বিশ্বের গরীব দেশগুলিকে জীবনদায়ী ওষুধ সরবরাহ বন্ধ করল ট্রাম্প

শেয়ার করুন

ওয়াশিংটন: বিশ্বের গরীব দেশগুলিকে জীবনদায়ী ওষুধ সরবরাহ বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এইচআইভি, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস এবং সদ্যোজাত শিশুদের জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) এসব সহায়তা প্রদান করত। সেই সহায়তায় এবার বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প প্রশাসন। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার থেকে ইউএসএইডের কন্ট্রাক্টর ও সহযোগীরা এই নির্দেশনা পেতে শুরু করে। তাদের অনতিবিলম্বে কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশে সহায়তা করত সেগুলো পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অন্তত আগামী ৯০ দিন সহায়তাগুলো বন্ধ থাকবে। এই ধরনের একটি নির্দেশনা পাঠানো হয়েছে চেমোনিকসের কাছে। তারা ইউএসএইডের হয়ে বিশ্বব্যাপী এইচআইভি, ম্যালেরিয়াসহ প্রাণঘাতি বিভিন্ন রোগের ওষুধ সহায়তা পাঠাত। গত ২০ জানুয়ারি ক্ষমতা নিয়েই এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউএসএইডের গ্লোবাল হেলথের প্রাক্তন প্রধান অতুল গাওয়ান্দে সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এটি বিপর্যয়। যুক্তরাষ্ট্রের দান করা ওষুধ বিশ্বব্যাপী এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে। এটি আজ বন্ধ হয়ে গেলো।’ গাওয়ান্দের কথায়, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কারণে এইচআইভির সংক্রমণ বাড়তে পারে। সঙ্গে অসুস্থরা আরও অসুস্থ হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *