মূত্রনালীতে সংক্রমণ নেতানিয়াহু, অস্ত্রোপচার হবে ইসরাইলি প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

তেল আবিব: গুরুতর  অসুস্থ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর অসুস্থতার কথা জানা গিয়েছে। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়,  নেতানিয়াহুর প্রোস্টেট ফুলে বড় হয়ে গিয়েছে। এর ফলে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। টাইমস অব ইসরাইল জানিয়েছে, আজ  (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রীর প্রোস্টেট অপসারণ করা হবে। ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে এই স্বাস্থ্য সমস্যা নেতানিয়াহুর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি-কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আর গত বছর তার হৃদপিন্ডে বস্নক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিন্ডে বস্নক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না।

Read More: অত্যধিক ক্ষমতাসম্পন্ন, মানবজাতিকে ধ্বংস করবে এআই: বিজ্ঞানী হিন্টন

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। প্রায় ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে। এছাড়া হামাস যেসব বন্দিদের গাজায় ধরে নিয়ে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরাও যুদ্ধবিরতির চুক্তির দাবি জানাচ্ছে। তবে নেতানিয়াহু এসব দাবি উপেক্ষা করছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিলে তার জোট সরকার ভেঙে যেতে পারে এবং এর ফলে তিনি প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন। এই রাজনৈতিক বাস্তবতার কারণেই নেতানিয়াহু কঠোর অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে উঠেছে। অভিযোগ আমলে নিয়ে গত নভেম্বর মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *