ওয়াশিংটন: ২৬/১১ হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করার নির্দেশ দিল আমেরিকার সুপ্রিম কোর্ট৷ ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানি নাগরিক তাহাউর রানা বিদেশে বসবাস করেন। তাঁকে এবার ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এটা ভারতের অন্যতম বড় জয় বলে মনে করছে কূটনৈতিক মহল। এই মামলার আইনজীবী উজ্জ্বল নিকম বলেছেন, এটা ভারতের জন্য একটা বড় জয়৷ আমেরিকার সরকার এবং সুপ্রিম কোর্ট অভিযুক্তের যাবতীয় যুক্তি এবং আবেদন খারিজ করে দিয়েছে৷ তাঁর কথায়, “ট্রাম্প সরকার যে দ্রুত অভিযুক্তকে ভারতে পাঠাতে চলেছে, এই সিদ্ধান্তে আমি উচ্ছ্বসিত।”
২৬/১১ মুম্বই হামলা
২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় বহু মানুষের। ওই হামলায় ছয় মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়েছিল। ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত হিসেবে তাহাউর রানার নাম উঠে আসে। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার এক আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেফতার করা হয়। তারপর ফের আইনি লড়াই শুরু করেন রানা। গত বছর আগস্টে মার্কিন আদালত জানিয়েছিল, রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। এর আগে একাধিক ফেডারাল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন রানা। গত বছরের ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়।
Read More: প্রশ্ন না-পসন্দ, সাংবাদিককে চ্যাংদোলা করে নিয়ে গেল মার্কিন পুলিশ
ডিটেনশন সেন্টারে রানা
৬৪ বছর বয়সী রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছেন। ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছিলেন তিনি। গত বছর আগস্টে মার্কিন আদালত জানিয়েছিল, রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। এর আগে একাধিক ফেডারাল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন মুম্বই হামলার অভিযুক্ত। গত বছরের ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়। এটাই ছিল তাঁর শেষ আইনি সুযোগ।