প্রশ্ন না-পসন্দ, সাংবাদিককে চ্যাংদোলা করে নিয়ে গেল মার্কিন পুলিশ

শেয়ার করুন

ওয়াশিংটন: গাজা যুদ্ধের আবহে ইসরাইলকে অস্ত্র সরবরাহ থেকে কূটনৈতিক সাহায্য সবটাই করেছে আমেরিকা। যা নিয়ে একাধিকবার সমালচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন। এমনকি মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের ভার্জিনিয়ার বাসভবনের সামনে মাসের পর মাস বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদীরা। এবার এক সাংবাদিক সম্মেলনে তিরস্কারের মুখে পড়লেন মার্কিন বিদেশ সচিব। এদিন সরাসরি তাঁকে ‘ক্রিমিনাল’ তীর দাগেন সাংবাদিক স্যাম হুসেন। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

তাতে দেখা যাচ্ছে, সাংবাদিক হুসেনকে জোরপূর্বক সাংবাদিক সম্মেলন থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন নিরাপত্তারক্ষী। ওই সময় ব্লিনকেনের উদ্দেশ্যে চিৎকার করে বলছে, তুমি ক্রিমিনাল। তোমার জায়গা হ্যাগে (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দফতর)। তুমি এখানে কেন। তোমাদের সহয়তায় ইসরাইল গাজায় এমন হত্যাযজ্ঞ চালিয়েছে।

সাংবাদিকের এই মন্তব্য পরই তাঁকে মার্কিন নিরাপত্তারক্ষীরা জোর করে কনফারেন্স রুম থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাঁকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়া হলে তিনি বলতে থাকেন, ‘আমার ব্যথা লাগছে’। তারপরও তাঁকে ছাড়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *