ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণ, তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল মহিলা কমিশন

শেয়ার করুন

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল তামিলনাড়ু। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি ২৩ ডিসেম্বর রাতের। ঘটনায় অভিযুক্ত ৩৭ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। বিশ্ববিদ্যালয়ের পাশেই বিরিয়ানি বিক্রি করত অভিযুক্ত বলে খবর। এবার সেই ধর্ষণের ঘটনায় তদন্ত করতে দুই সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী এবং অবসরপ্রাপ্ত আইপিএস তথা মহারাষ্ট্রের প্রাক্তন ডিজিপি প্রবীণ দীক্ষিতকে নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করলেন এনসিডব্লিউ-এর চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। ওই কমিটিকে গোটা ঘটনার তদন্ত করে কি পদক্ষেপ নেওয়া যায় তার সুপারিশ করতে বলেছে এনসিডব্লিউ। ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্ত করতে আগামী ৩০ ডিসেম্বর চেন্নাই যাবেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতা ১৯ বছরের তরুণী বলে জানা গিয়েছে। এনসিডব্লিউ) তামিলনাড়ুর ডিজিপিকে নোটিশও জারি করেছে। কমিশন জানিয়েছে, “এই কমিটি ঘটনার তদন্ত করবে। পাশাপাশি কারণ খতিয়ে দেখে কি ব্যবস্থা নেওয়া যায় তার সুপারিশ করবে। কেসের আইও (ইনভেস্টিগেশন অফিসার), নির্যাতিতা ও তাঁর পরিবার সহ বন্ধুবান্ধব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেবে।”

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর সন্ধ্যাবেলা নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের ওল্ড বিল্ডিংয়ের কাছে নির্জন এলাকায় গল্প করছিলেন। নির্যাতিতার সেই বন্ধু বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। রাত ৮টা নাগাদ সেখানে উপস্থিত হয় অভিযুক্ত ব্যক্তি। সে দাবি করে, নির্যাতিতা ও তাঁর পুরুষ বন্ধুর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সে তুলেছে। ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে সে নির্যাতিতার বন্ধুকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এর পরই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চেন্নাই পুলিশ জানায়, জেরায় অভিযুক্ত ধর্ষণের কথা কবুল করেছে অভিযুক্ত। বিশ্ববিদ্যালয়ে থাকা সিসিটিভি ফুটেজেও অভিযুক্তকে দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে তামিলনাড়ুর রাজনীতিতে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে শাসক ডিএমকে-র বিরুদ্ধে তোপ দেগেছে রাজ্যের বিরোধী দল এআইডিএমকে এবং বিজেপি। ঘটনা জানাজানি হতেই একাধিক ছাত্র সংগঠনও বিক্ষোভ দেখিয়েছে বিশ্ববিদ্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *