নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামে রবিবার (৮ ডিসেম্বর) রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। রাত ১১টা নাগাদ একটি বাড়ির ছাদ উড়ে যায় প্রবল বিস্ফোরণে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। কাজ করার সময়ই দুর্ঘটনা ঘটে এবং বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। তবে মৃতদের পরিবারের দাবি, তাঁদের ওপর বাইরে থেকে বোমা ছোড়া হয়েছে।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার কারণ নিয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। এলাকার বাসিন্দারা জানান, শীতের রাতে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে তাঁরা বিস্ফোরণের খবর পান। স্থানীয়রাই গুরুতর আহতদের হাসপাতালে পৌঁছে দেন। বিস্ফোরণের পেছনে প্রকৃত কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে বোম ডিটেকশন দল ও বোম স্কোয়াডের এসে বোমের আঘাতে কার্যত ধ্বংস হয়ে যাও বাড়ির আশেপাশে চিরুনি তল্লাশি চালাই।