গৌরী লঙ্কেশ মামলা: ফের জামিন পেল অভিযুক্ত, ১৮ মধ্যে ১৭ জনই জেলমুক্ত

শেয়ার করুন

সংবাদ হেডলাইন ডেস্ক: ফের জামিন পেল সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের অভিযুক্তরা। যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছিল সেই শারদ কালাসকারের জামিন হয় শুক্রবার। বেঙ্গালুরুর একটি আদালত তার জামিন মঞ্জুর করে। জামিনের আবেদনে আদালত জানায়, যখন একই মামলায় ১৬ জন জামিন পেয়েছে, তাহলে ১৭ নম্বরের জামিন হবে না কেন। সমতা বজায় থাকতে হবে। সুপ্রিম কোর্টও বলেছে বিনা বিচারে দীর্ঘ সময় আটকে রাখা উচিত নয়।

উল্লেখ্য, কর্নাটকের বিখ্যাত লেখিকা, সম্পাদক এবং কট্টর হিন্দুত্বের তীব্র বিরোধী সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন গৌরী লঙ্কেশ। বাড়ির গেটের সামনেই গুলি করে হত্যা করা হয়েছিল তাঁকে। এদিন লঙ্কেশের আইনজীবী জামিনের বিরোধিতা করে জানান, অভিযুক্তরা বাইরে এলে সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করতে পারে। এই যুক্তির জবাবে বিচারক বলেন, ১৬ জন ইতিমধ্যে জামিনে রয়েছে। আর সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ। সাক্ষ্যগ্রহণ গোপনে নেওয়া হয়েছে, সাক্ষীদের পরিচয় জানার উপায় নেই। তাদের মধ্যে বেশিরভাগ পুলিশ, তাই সাক্ষীদের প্রভাবিত করার যুক্তি টেকে না।

প্রসঙ্গত, অভিযুক্ত কালাসকার ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জেল হেফাজতে রয়েছে। দীর্ঘ সময় তাকে আটক রাখা সংবিধানের ২১ ধারার খেলাপ। সেজন্য জামিন মঞ্জুর করতে আদালতে দ্রুত শুনানির দাবি জানিয়ে যাচ্ছে তার আইনজীবী। গৌরী লঙ্কেশ খুনের মোট ১৮ জন অভিযুক্তর মধ্যে একজন এখনও অধরা। বাকি ১৭ জনের মধ্যে ১৬ জনের জামিন মিলেছিল আগেই। এবার ১৭ নম্বর অভিযুক্তের জামিন হল।

অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের অভিযোগ:

শারদ কালাসকার অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত। অভিযুক্ত অন্যদের অস্ত্র চালানোর ট্রেনিং দিয়েছে। কীভাবে পিস্তল ও এয়ারগান ব্যবহার করতে হয়, সে বিষয়ে ট্রেনিং দিয়েছে। ফায়ারিং প্র্যাকটিস করেছে, ক্যারাটে প্র্যাকটিস করেছে। পেট্রোল বোমা ও সার্কিট বোমা প্রস্তুত করেছে বলে অভিযোগ। যদিও অভিযুক্ত ব্যক্তি গৌরী লঙ্কেশ খুনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল একথা স্পষ্ট করে বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *