তেল আবিব: পদত্যাগ করলেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালেভি। গাজা যুদ্ধে নিজের ‘ব্যর্থতার’ দায় নিয়ে পদত্যাগ করেছেন হালেভি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলেছে, সোমবার নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। ইসরাইলি সামরিক বাহিনী প্রকাশিত এক চিঠিতে এতথ্য জানা গিয়েছে। আগামী ৬ মার্চ থেকে তাঁর পদত্যাগপত্র কার্যকর হবে। মার্চ মাসে আইডিএফ প্রধানের পদ থেকে সরে যাবেন হালেভি।
১৫ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরাইল। দীর্ঘ সময় ধরে গাজায় হত্যালিলা ও ধ্বংসযজ্ঞতে নিহত হয়েছেন ৪৬ হাজারের বেশি মানুষ। এরপরও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরাইল। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। আল-আরাবিয়া জানিয়েছে, ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিজের ‘ব্যর্থতার’ দায় নিয়ে সোমবার (২০ জানুয়ারি) পদত্যাগ করেছেন।
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ ইসরাইলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছিল। এসবের মধ্যেই এবার ইসরাইলের সেনাপ্রধানের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে এল।