ওয়াকফ বিল নিয়ে তুমুল বিশৃঙ্খলা, প্রশ্ন তুলে সাসপেন্ড ১০ বিরোধী সাংসদ

শেয়ার করুন

নয়াদিল্লি: ফের ওয়াকফ বিল নিয়ে তুমুল বিশৃঙ্খলা। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে গন্ডগোলের জেরে সাসপেন্ড করা হল কল্যাণ সহ ১০ জন বিরোধী সাংসদকে। এদিন ওয়াকফ বোর্ড নিয়ে জেপিসির বৈঠকে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী সাংসদদের। উত্তাল হয়ে সংসদ চত্বর। বাদানুবাদের জেরে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। এরপরই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদকে আজকের দিনের জন্য সাসপেন্ড করেছেন চেয়ারম্যান জগদম্বিকা পাল। সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, মহম্মদ জাওয়েইদ, আসাদউদ্দিন ওয়াইসি, নাসির হুসেইন, মোহিবুল্লাহ, এম আবদুল্লাহ, অরভিন্দ সাওয়ান্ত, নাদিমুল হক ও ইমরান মাসুদ। বিরোধী সাংসদদের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে কোনও রীতি-নীতি মানা হচ্ছে না। সরকার আগে থেকেই নিজের অবস্থান ঠিক করে আসছে। আর সেই অনুযায়ীই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এই বৈঠক লোক দেখানো। সরকার নিজেদের মতামতকেই চূড়ান্ত রিপোর্ট হিসেবে দেখাচ্ছে। এবিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ হচ্ছে। জমিদারী চলছে। চেয়ারম্যান কোনও কথাই শোনেন না। বিরোধীদের কোনও সম্মানও দেওয়া হয় না। আমাদের বাড়ির কাজের লোক বলে মনে করে।”

Read More: মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মর্মান্তিক মৃত্যু

প্রসঙ্গত, গত অধিবেশনেই জানানো হয়েছিল যে আসন্ন বাজেট অধিবেশনের মধ্যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির রিপোর্ট জমা দিতে হবে। আজকে নতুন করে জেপিসি বৈঠকে বিশৃঙ্খলা ও অশান্তির পর ফের অনিশ্চয়তা তৈরি হল। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি গতবার সংসদীয় বৈঠকে কাচের বোতল ভেঙেছিলেন? যার বোতল ভাঙার অভ্যাস রয়েছে, তিনি কী ভাষা চেয়ারম্যানের সঙ্গে প্রয়োগ করতে পারেন বুঝুন। চেয়ারম্যান সংসদীয় নিয়ম মেনেই কাজ করছেন। বিরোধীদের যা কিছু বলার, শিষ্ঠাচার মেনে বলতে পারতেন। স্টেকহোল্ডারদের কথা শোনার জন্য কমিটির মেয়াদও বাড়ানো হয়েছে। উনি দুধেল গাইদের দেখছেন। আমরা সনাতনী হিন্দুরাও দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *