সংবাদ হেডলাইন ডেস্ক: আধার-ভোটার কার্ড থাকলেই কি তিনি ভারতীয়? সোমবার এমনই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। প্রসঙ্গত, অনুপ্রবেশের অভিযোগে এক বছর আগে বর্ধমানের এক দম্পতিকে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার সেই মামলার শুনানির হয় বিচারপতি বসাকের বেঞ্চে। এদিন শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, ‘অনুপ্রবেশকারী অনেক বাংলাদেশি নাগরিকের জাল আধার-ভোটার-রেশন কার্ড আছে, কেউ কেউ নিজেকে এদেশের নাগরিক প্রমাণ করতে আয়করও দেন।’
বিচারপতি বসাক বলেন, বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি আছেন, তাঁরা জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট বানিয়ে এখানে বসবাস করছেন। এঁদের মধ্যে অনেকে আয়করও দেন নিজেকে এদেশের নাগরিক প্রমাণ করার জন্য। এরপরই তিনি তোলেন, আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই তিনি ভারতের নাগরিক এটা কী করে প্রমাণ হয়? এদিকে এদিন বর্ধমানের ওই দম্পতি জামিনের আবেদন জানিয়ে যে মামলা করেছিলেন তা খারিজ করে দিয়েছে আদালত।