নয়াদিল্লি: রাজ্যে ‘ভোটার কার্ড’ বিতর্ক নিয়ে চাপ বাড়তেই মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। রবিবার এক প্রেস বিবৃতি জারি করে ইসিআই স্পষ্ট করেছে, একই নম্বরে দুই রাজ্যে ভোটার কার্ড থাকা মানেই ভুয়ো ভোটার নয়। দুই বা ততোধিক ভোটারের একই এপিক নম্বর থাকতেই পারে। কিন্তু তাঁদের ভুয়ো ভোটার বলা যাবে না। সেক্ষেত্রে অন্যান্য একাধিক শর্তের মাধ্যমে দুই ভোটারকে আলাদা করা সম্ভব।
ভূতুড়ে ভোটার নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস চাপ বাড়াতেই বিবৃতি দিয়ে কমিশন সাফ জানিয়েছে, এপিক কার্ডে আলফা-নিউম্যারিক নম্বর এক হলেও কার্ডের অন্যান্য তথ্য যেমন, ভোটারের নাম, ব্যক্তিগত তথ্য, বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ সব আলাদা থাকে। যা সেই ভোটারকে কমিশনের কাছে একটি আলাদা পরিচয় প্রদান করে থাকে।
দ্রুত এই ভুল সংশোধন করে প্রত্যেক ভোটারকেও আলাদা বা ইউনিক এপিক নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।