শহরের ঐতিহ্য, ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে: সাফ জানাল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

সংবাদ হেডলাইন ডেস্ক: শহরে ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে বলে সাফ জানাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনাতিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ‘এভাবে রাজ্যের ঐতিহ্যকে নষ্ট হতে দেওয়া যায় না। ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে।’ একইসঙ্গে হাইকোর্টের স্পষ্ট বার্তা, ‘ট্রামলাইন বুজিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে।’

উল্লেখ্য, একসময় কলকাতায় ২৭-২৮টি রুটে ট্রাম চলত। শহরের নস্টালজিয়া বহন করা সেই ট্রামকেই তুলে দিতে উদ্যোগ নেয় রাজ্য। অভিযোগ, ট্রামলাইনের জন্য দুর্ঘটনা ঘটে। তাই শেষমেশ ট্রামকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের দু’জায়গা থেকে ট্রাম লাইন বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঐতিহ্যবাহী ট্রামকে তুলে দেওয়া নিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়ে দেয়, ‘ট্রামকে এভাবে তুলে ফেলা যাবে না। বাঁচিয়ে রাখতে হবে শহরের এই ঐতিহ্যকে।’

প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে। বহু দেশে ট্রাম চলে। এ ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে বলেও মনে করছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *