২৫২ কোটির নতুন সদর দপ্তর, কংগ্রেসের নতুন ঠিকানা ‘ইন্দিরা ভবন’

শেয়ার করুন

নয়াদিল্লি: গত ৪৭ বছর ধরে কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা ছিল ২৪ আকবর রোড। কিন্তু সেই ঠিকানা এবার বদলে গেল। কংগ্রেসের নতুন সদর দফতর এখন থেকে ৯-এ কোটলা রোডে। ন’ বছর ধরে তৈরি হওয়া নয়া ভবনের উদ্বোধন হল বুধবার। এদিন সকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি নতুন ভবনের উদ্বোধন করেন। নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। এদিন উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি প্রমুখ।

জানা গিয়েছে, কংগ্রেসের নতুন কার্যালয় তৈরিতে খরচ হয়েছে ২৫২ কোটি টাকা। কংগ্রেসের নতুন দফতরের নীচের তলায় একটি হাইটেক প্রেস কনফারেন্স রুম তৈরি করা হয়েছে। রয়েছে একটি ক্যান্টিন। ভবনের বাম পাশেচ রয়েছে কংগ্রেসের মিডিয়া ইনচার্জের কার্যালয়। এর পাশাপাশি টিভি ডিবেটের জন্য তৈরি করা হয়েছে ছোট শব্দ নিরোধক কক্ষ। রয়েছে সাংবাদিক ও ক্যামেরা পার্সনদের বসার ঘরও। এছাড়াও, ছ’তলার সবচেয়ে উপরে মধ্যখানে কংগ্রেস সভাপতির ঘর। তার ডানদিকে সোনিয়া, বাঁয়ে রাহুল গান্ধির রুম। পাঁচতলায় এআইসিসির সাধারণ সম্পাদকদের অফিস ঘর। চারতলায় কংগ্রেসের বিভিন্ন রাজ্যের ইনচার্জদের দপ্তর রয়েছে।

Read More: কাউন্সেলিংয়ের আড়ালে কুৎসিত কর্মকাণ্ড, একাধিক মেয়েকে ধর্ষণে গ্রেফতার রাজেশ

প্রসঙ্গত, ২০০৯ সালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সোনিয়া গান্ধি। ২০১৬ থেকে শুরু হয়েছিল নির্মাণকার্য। দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরের কাছেই কংগ্রেসের সদর দপ্তর তৈরি হয়েছে। তবে ঠিকানায় দীনদয়ালের ছোঁয়া বাঁচাতে কংগ্রেস দপ্তরে ঠিকানা ও মূল প্রবেশপথ পাশের কোটলা রোডের দিকে। দলের তরফে দাবি করা হচ্ছে, অতীত ঐতিহ্য বজায় রেখেই অত্যাধুনিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে। যদিও পুরনো বাড়ি ২৪ আকবর রোড ছাড়বে না কংগ্রেস। ৪৭ বছরের পুরনো ঠিকানার ঐতিহ্য ধরে রাখবে হাত শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *