সিংজি’র স্নেহকে মিস করব, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে লিখলেন মমতা

শেয়ার করুন

সংবাদ হেডলাইন, কলকাতা: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মৃত্যুতে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া! প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি’র আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে স্তম্ভিত ও দুঃখিত। তাঁর পরিবার, বন্ধু ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক প্রার্থনা রইল।”

অতীতের স্মৃতি চারনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং ইউনিয়ন কেবিনেটে খুব কাছ থেকে তাঁকে দেখেছি। তাঁর জ্ঞান ও বিচক্ষণতা ছিল অমোঘ, এবং তাঁর দ্বারা দেশে আনা আর্থিক সংস্কারের গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত। দেশ তাঁর নেতৃত্বকে মনে রাখবে।” আমি তাঁর স্নেহকে মিস করব বলেও মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায়, আচমকা স্বাস্থ্যের অবনতি হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। অসুস্থ মনমোহন সিং-কে ভর্তি করা হয় দিল্লির এইমসে। রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ। পরিবার সূত্রে খবর, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *