জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় মুর্শিদাবাদের আরিয়াহ-তারিকের

শেয়ার করুন

রেবাউল মন্ডল: জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় সোনা পেয়ে রাজ্যে নজির সৃষ্টি করল ছোট্ট দুই ভাইবোন। সেইসাথে সারাদেশে রাজ্যের মুখ উজ্জ্বল করল মুর্শিদাবাদের বড়ঞার দুই কৃতী ভাইবোন আরিয়াহ ও তারিক। স্বভাবতই খুশি পরিবারসহ এলাকাবাসী।

দুদিন ব্যাপী বারানসি হিন্দু ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ২২তম ফেডারেশন কাপ ২০২৪। অল ইন্ডিয়া ইন্টার স্কুল এন্ড সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দেশের ১৭টি রাজ্যের ৯৫ জন প্রতিযোগীর মধ্যে তিনটি সোনা এবং একটি রুপার পদক জিতে এই দুই খুদে ভাইবোন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অষ্টম শ্রেণি পড়ুয়া আরিয়াহ বিনতে আলম তার ক্যারাটে প্রশিক্ষণ শুরু করেছিল বহরমপুর ক্যারাটে একাডেমি থেকে। কঠোর পরিশ্রম আর কোচদের নিবিড় নির্দেশনার ফলস্বরূপ সে এবার জাতীয় ফেডারেশন কাপে স্বর্ণপদক অর্জন করেছে। কুমিতে সোনা ও কাটাতে রুপা পদক পেয়েছে সে। তারিক বিন আলম তৃতীয় শ্রেণির পড়ুয়া। তারিকও তার দিদির মতোই প্রতিভাবান। জাতীয় প্রতিযোগিতায় তারিক দুটি ইভেন্টেই সোনা জিতে তার অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছে।

Read More: রেললাইনে বোমাতঙ্ক: ২ চক্রীকে হাতেনাতে ধরল গ্রামবাসীরাই, তদন্তে পুলিশ

আরিয়াহ ও তারিকের বাবা জানে আলম ফরাক্কার নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘আমাদের সন্তানদের এই সাফল্য শুধু আমাদের নয় গোটা রাজ্যের গৌরবের বিষয়।’ ওদের মা-ও শিক্ষিকা। দুজনেই সবসময় প্রেরণা যুগিয়েছেন। মুর্শিদাবাদ ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি সেনসাই সৈকত দাস জানান, “আরিয়াহ ও তারিকের মতো ছাত্র-ছাত্রীদের জন্য আমরা গর্বিত। তাদের সাফল্য ভবিষ্যতের পথ আরও উজ্জ্বল করবে।” ছোট্ট এই দুই ভাইবোনের এই অর্জন গোটা রাজ্যের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *