চার রাজ্যে নয়া রাজ্যপাল: মণিপুরের দায়িত্বে ভাল্লা, মিজোরামে ভিকে সিং

শেয়ার করুন

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর: অশান্তির আগুনে উত্তপ্ত মণিপুরে নতুন রাজ্যপাল নিয়োগ করল কেন্দ্র। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের নতুন রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় দায়িত্ব নেবেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব। উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই মণিপুরের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত বিশ্বস্ত হিসেবেই পরিচিত অজয় কুমার ভাল্লা। দীর্ঘদিন স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। এদিকে শুধু মণিপুরই নয়, আরও চার রাজ্যের রাজ্যপাল বদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি ভবন থেকে এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে এ কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মিজোরামের রাজ্যপালও বদল করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা প্রধান তথা প্রাক্তন মন্ত্রী ভিকে সিং মিজোরামের রাজ্যপাল হচ্ছেন। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদকে বিহারের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের দায়িত্ব দেওয়া হল। ওড়িশার রাজ্যপাল রঘুবীর দাস ইস্তফা দেওয়ায়, মিজোরামের রাজ্যপাল ডঃ হরি বাবু কামভামপতিকে ওড়িশার রাজ্যপালের দায়িত্বে বসানো হল।

Read More: অতিশীকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় সংস্থা: বিস্ফোরক দাবি কেজরির

ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই রদবদলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মণিপুরের রাজ্যপাল বদল। বিগত প্রায় দুই বছর ধরে জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুর। কোনওভাবেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এই পরিস্থিতিতে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। অশান্ত মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা সক্রিয় ভূমিকা নিতে পারেন নয়া রাজ্যপাল, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *