আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা পাকিস্তানের, কড়া জবাবের হুঁশিয়ারী তালিবানের

শেয়ার করুন

কাবুল, ২৫ ডিসেম্বর: আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালাল পাকিস্তান। হামলার ঘটনায় মহিলা ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দফায় দফায় সাতটি গ্রাম লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে পাক সামরিক বাহিনী। বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রাম ধ্বংস হয়ে গেছে। এদিকে পাক হামলার পাল্টা কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারী দিয়েছে তালিবান সরকার। এই হামলার নিন্দা জানিয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের অধিকার।

Read More: যাত্রীবাহী বিমান বিধ্বস্ত কাজাখস্তানে, বহু হতাহতের আশঙ্কা

অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও হামলার বিষয়টি নিশ্চিত করেনি। দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে থাকা তালেবান গোষ্ঠীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রসঙ্গত, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছে। এই সশস্ত্র গোষ্ঠীদের আশ্রয় দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই তালিবানকে দায়ী করে আসছে ইসলামাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *