নিজস্ব সংবাদদাতা, রানিনগর: ডোমকল প্রেস অ্যাসোসিয়েশনের প্রথম সাংবাদিক সচেতনতা কর্মশালা গত রবিবার রানিনগর দুই পঞ্চায়েত সমিতির সেমিনার হলের অনল আবেদিন স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়। এই সংগঠনটি কিছু মাস আগে ডোমকল মহকুমার মূলধারার সাংবাদিকদের উদ্যোগে গঠিত হয়, সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ব এবং পেশাদারিত্বকে আরও সুদৃঢ় করতে।
কর্মশালার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য এবং মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সাংবাদিক চন্দ্রপ্রকাশ সরকার। তাঁরা সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ এবং দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। প্রসূন আচার্য সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার গুরুত্বের উপর আলোকপাত করেন। চন্দ্রপ্রকাশ সরকার সংবাদ পরিবেশনে সততা ও বাস্তবতার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে ডোমকল প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা ভাগ করে নেন। কর্মশালায় সাংবাদিকতার বুনিয়াদি নীতি, তথ্য যাচাই করার কৌশল এবং প্রযুক্তির যুগে সাংবাদিকতার ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকদের মতামত বিনিময়ের মাধ্যমে এই কর্মশালা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ডোমকল প্রেস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য একটি অনুপ্রেরণা। এটি তাদের পেশাগত দক্ষতা উন্নত করতে এবং সাংবাদিকতার প্রতি তাদের দায়িত্ববোধ বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। তাছাড়াও ওই দিনের সাংবাদিক কর্মশালায় উপস্থিত ছিলেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি, তৃণমূল ব্লক সভাপতি মাহাবুব মুর্শিদ, রানিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার সহ আরো অনেকে।