বিনামূল্যে রেশন-হাতে নগদ, খয়রাতির রাজনীতি নিয়ে ক্ষোভ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন

নয়াদিল্লি: ভোট মরসুম শুরু হলেই মেলে ভুরিভুরি প্রতিশ্রুতি। রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে পৌঁছে যান গ্রাম থেকে মহল্লায়। বিনামূল্য বিদ্যুৎ, বিনামূল্যে রেশন থেকে হাতে হাতে নগদ টাকা দেওয়ার ঘোষণা করতে হিড়িক পড়ে যায় রাজনৈতিক দলগুলির মধ্যে। এবার ভোট রাজনীতিতে বিনামূল্যে পরিষেবা দেওয়ার মত প্রতিশ্রুতিগুলির তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট।

বুধবার শহর এলাকায় গৃহহীন ব্যক্তিদের আশ্রয়ের অধিকার সম্পর্কিত একটি মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। এদিন বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, বিনামূল্যে রেশন থেকে হাতে নগদ টাকা মিলছে বলে মানুষ আর পরিশ্রম করতে চাইছেন না। এরপরই তীব্র ক্ষোভ প্রকাশ বিচারপতি বি আর গাভাই বলেন, “ভোট এলেই বিনামূল্যে রেশন, টাকা দেওয়ার ঘোষণা হয়। দুর্ভাগ্যের বিষয় যে এসবের জেরে মানুষ পরিশ্রম করতে চান না। বিনামূল্যে রেশন এসে যাচ্ছে, কাজ না করে টাকাও এসে যাচ্ছে হাতে।  এসবে না গিয়ে দরিদ্র মানুষদের সমাজের মূলস্রোতে শামিল করলে আরও ভাল হয়। এর ফলে তাঁরাও দেশের উন্নয়নে শামিল হতে পারেন। আমরা কি পরজীবী শ্রেণি তৈরি করছি না?”

নগর দারিদ্র্য দূরীকরণ মিশন সম্পন্ন করতে আর কত সময় লাগবে! জানতে চেয়েছে বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমনী জানান, শহরাঞ্চলকে দারিদ্রমুক্তি করতে চেষ্টা চালাচ্ছে সরকার। শহরের দরিদ্র, গৃহহীন মানুষের মাথার উপর ছাদ গড়ে তুলতে, তাঁদের অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে। এদিকে শহরের গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা কবে হবে, তা জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ছয় সপ্তাহ পর ফের এই মামলার পরবর্তী শুনানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *