আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, গ্রেফতার ১৪ ভারতীয় মৎস্যজীবী

শেয়ার করুন

চেন্নাই: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা। শনিবার তাদের গ্রেফতার করেছে দেশটির নৌবাহিনী। অভিযোগ, এদিন সমুদ্রে মাছ ধরতে ধরতে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ে দুটি ভারতীয় নৌকা। আন্তর্জাতিক জলসীমা রেখা (আইএমবিএল) লঙ্ঘনের অভিযোগে মৎস্যজীবীদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। ধৃতদের আইনি প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এই ঘটনার নিন্দা জানিয়েছে তামিলনাড়ুর রামেশ্বরম মৎস্যজীবী সমিতি।

মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রামেশ্বরম থেকে ৪৭০টি নৌকা সমুদ্রে নামে। আইএমবিএলের কাছে মাছ ধরছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। মাছ ধরতে ধরতে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ে দুটি ভারতীয় নৌকা। তারপরই নৌকা দুটিকে ধাওয়া করে দেশটির নৌবাহিনীর এক টহলদারী ইউনিট। নৌকা দুটিকে পাকড়াও করে তারা। এরপর নৌকায় থাকা ১৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে নৌবাহিনী। সূত্রের খবর, আটক নৌকা দুটি তামিলনাড়ুর রামেশ্বরম ও থাঙ্গাচিমাদামের।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখা লঙ্ঘনের অভিযোগে রামনাথপুরমের মণ্ডপম এলাকার ১০ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী। তারপর আইনি প্রক্রিয়ার জন্য তাদের মান্নার বন্দরে নিয়ে যাওয়া হয়। শ্রীলঙ্কার নৌবাহিনী কর্তৃক ভারতীয় মৎস্যজীবীদের লাগাতার গ্রেফতারের নিন্দা করেছে রামেশ্বরমের মৎস্যজীবী সংগঠন। তারা বলেছে, কেন্দ্রীয় সরকার অবিলম্বে মৎস্যজীবী ও নৌকাগুলির মুক্তির জন্য ব্যবস্থা নিক। চলমান সমস্যা সমাধানে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *