সংবাদ হেডলাইন ডেস্ক: ফের বিদেশে ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। স্কটল্যান্ডের একটি নদী থেকে ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, স্কটল্যান্ডের একটি নদীতে ভেসে উঠে ২২ বছর বয়সী এক ভারতীয় ছাত্রীর দেহ।
ওই ছাত্রী চলতি মাসের শুরু থেকেই নিখোঁজ ছিলেন। তবে স্কটল্যান্ডের নদী থেকে উদ্ধার হওয়া ছাত্রীই কি সেই নিখোঁজ ভারতীয়, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানিয়েছে, দেহটি শনাক্তকরণের জন্য নিখোঁজ ভারতীয় পড়ুয়ার পরিবারকে খবর দেয়া হয়েছে। প্রাথমিক অনুমান, স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন কেরলের সান্ত্রা সাজু। চলতি মাসের শুরু থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্কটল্যান্ড পুলিশ সূত্রে খবর, গত ২৭ ডিসেম্বর ১১.৫৫ মিনিট নাগাদ এডিনবার্গের নিউব্রিজের কাছে একটি নদী থেকে একজন যুবতীর মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে মৃতদেহটি সান্ত্রা সাজুর কিনা, তা শনাক্তকরণের জন্য পড়ুয়ার পরিবারকে ডেকে পাঠানো হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে খুন করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।