নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই উত্তর ভারত জুড়ে প্রবল শীতের সম্ভাবনা। মঙ্গলবার ঠান্ডা হাওয়ায় ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক এলাকায় ২০২৫ সালের জানুয়ারির প্রথম দিনগুলোই প্রবল শীতের দাপট অনুভূত হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। সোমবার তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরের প্রথম সকাল ঘন কুয়াশায় ঢাকার সঙ্গে সঙ্গে প্রবল শীতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।
আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের পরে আকাশ পরিষ্কার হবে এবং সন্ধ্যা ও রাতে ঘন কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে আশা করা হচ্ছে। যখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকে তখন ‘শীতল দিন’ বলা হয়। আগামী কয়েকদিন একই রকম শীতল দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে সকাল ৯টায় বাতাসের মান রেকর্ড করা হয়েছে ২৪৮, যা ‘খারাপ’ ক্যাটাগরিতে ধরা হয়। ৩১টি মনিটরিং স্টেশনের মধ্যে সমীর অ্যাপের দেওয়া তথ্যে দেখা গিয়েছে, মঙ্গলবার পাঁচটি স্টেশনে বাতাসের গুণমান ‘গুরুতর’ ক্যাটাগরিতে রেকর্ড করা হয়েছে, যার মধ্যে একিউআই ৪০০ ছাড়িয়েছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে জাহাঙ্গীরপুরি, নেহেরু নগর, পাটপরগঞ্জ, বিবেক বিহার এবং উজিরপুর।
উল্লেখ্য, সোমবার বিকেল ৪টে পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১৭৩, যা ‘মাঝারি’ ক্যাটাগরিতে ধরা হয়। ০ থেকে ৫০ এর মধ্যে একিউআই লেভেলকে ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ ‘গুরুতর’ বলে বিবেচিত হয়।