হেডলাইন ডেস্ক: ড্রাগের মতো আসক্তি এখন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতে গিয়ে একে একে তিন কিশোরের মৃত্যু। তাই ভাইরাল চ্যালেঞ্জ ছড়ানো প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে এক কোটি ডলার জরিমানা করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। টিকটক দেখে রাসায়নিক পদার্থ দিয়ে নেশা করার চ্যালেঞ্জ নিতে গিয়ে এই তিন কিশোরী-কিশোরী প্রাণ হারিয়েছে বলে অভিযোগ।
ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি তানিয়া ডি’আমেলিও কোম্পানিটিকে আট দিনের মধ্যে জরিমানার অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন। এই অর্থ ভাইরাল চ্যালেঞ্জের শিকার কিশোরদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। তবে আদালত জানায়নি, টিকটক এই রায় না মানলে কী ধরনের শাস্তি পেতে পারে।
তানিয়া জানান, ভাইরাল চ্যালেঞ্জের কারণে তিনজন মারা গেছে এবং অনেকেই এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত নভেম্বরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছিলেন, কমপক্ষে দুজন এমন চ্যালেঞ্জে অংশ নিয়ে মারা গেছে। গত নভেম্বরে প্রেসিডেন্ট মাদুরো টিকটককে ভাইরাল চ্যালেঞ্জ সম্পর্কিত কনটেন্ট সরানোর দাবি জানানোর পর আদালত ওই আবেদনটি গ্রহণ করেছিল।
ভেনেজুয়েলার সরকার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করেছে। ভেনেজুয়েলার নির্বাচন নিয়ে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রশ্ন তুললে গত আগস্টে তাঁর মালিকানাধীন এক্স মাধ্যম ১০ দিনের জন্য বন্ধ করে দিয়েছিল মাদুরো সরকার।