নয়াদিল্লি: রাজধানীতে শুরু হয়েছে কুর্সি দখলের লড়াই। ভোট বৈতরণী পার করতে এবার দিল্লিবাসীর কাছে অর্থ সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। ‘ক্রাউডফান্ডিং’-এ ভরসা করে ইতিমধ্যে অনলাইনে অর্থ সাহায্যের সুবিধা চালু করেছে আপ। রবিবার এক সাংবাদিক বৈঠক করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, জনগণের অর্থ সাহায্য দরকার। অর্থ না পেলে ভোটে লড়াই করা সম্ভব হবে না। অতিশীর কথায়, ‘মানুষ আমাদের দলের উপর আস্থা রেখেছে। আর সেই আস্থা থেকেই দলকে নির্বাচনে লড়তে অর্থনৈতিক সহযোগিতা জোগাবে জনগণ। আমাদের ৪০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দরকার।’
ईमानदारी की राजनीति को आगे बढ़ाने के लिए दिल्ली विधानसभा चुनाव में मेरे Crowd Funding Campaign को सपोर्ट करें। LIVE https://t.co/R7CYMv9i2i
— Atishi (@AtishiAAP) January 12, 2025
Read More: ভিডিয়ো ফাঁসের হুমকি: কেরলে দলিত তরুণীকে ৬৪ বার যৌন নিগ্রহ
দিল্লিবাসীকে আর্জি জানিয়ে আপ নেত্রী বলেন, ‘আমার এই ক্রাউডফান্ডিং আপনাদের অংশগ্রহণ আমার কাম্য। এবং মানুষের কাছে এই অনলাইন লিঙ্কটি ছড়িয়ে দিন যাতে তারাও সাহায্য অংশগ্রহণ করতে পারে।’ তাঁর বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার পিছনে জনতার ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। অতিশী বলেন, ‘এই রাজনীতিতে মানুষের সমর্থন ছাড়া আমি একা লড়াই করতে পারতাম না। মানুষ আমার উপর আস্থা রেখেছে, প্রতি মুহূর্তে আমাকে সহযোগিতা করেছে। গত পাঁচ বছর ধরে মানুষের বিশ্বাসেই আমি একজন বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়েছি। পঁচিশের নির্বাচনের আবারও মানুষের সমর্থনটাই প্রয়োজন।’