নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর: দিল্লির সরকারকে নিয়ে ফের চক্রান্তের অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সন্দেহ প্রকাশ করলেন তিনি। কেজরিওয়ালের দাবি, বিজেপির নির্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে ভুয়ো মামলায় গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আপ প্রধান অভিযোগ করেন, “আমাদের সূত্র থেকে জানতে পেরেছি যে, একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অতিশীকে ভুয়ো মামলায় গ্রেফতার করতে তদন্তকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।” কেজরিওয়াল বলেছেন, বিজেপি অতিশীর বিরুদ্ধে পরিবহন বিভাগে একটি ভুয়ো মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তারা মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার প্রকল্পটি বন্ধ করতে চায়। বিধানসভা ভোটের আগে আপকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আমি বেঁচে থাকতে মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার প্রকল্প বন্ধ হতে দেব না।
#WATCH | AAP National Convenor Arvind Kejriwal says, " As per sources, recently there was a meeting between CBI, ED & I-T and they have been asked to arrest CM Atishi by fabricating any false case against the CM…"
"In the last ten years, the BJP has no work in Delhi. They are… pic.twitter.com/M7eieeBIMS
— ANI (@ANI) December 25, 2024
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার হয়েছিলেন ইডি। মাস দেড়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার পুরোপুরি এই মামলা থেকেই মুক্তি চান আপ সুপ্রিমো। কিন্তু সম্প্রতি তাঁর অস্বস্তি বাড়িয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। ভোটের প্রাক্কালে ইডিকে কেজরির বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন তিনি। যদিও আপের অভিযোগ, অনুমোদনের বিষয়টি মিথ্যা, রটনা। ইডিকে উপরাজ্যপালের অনুমোদনপত্র প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কেজরির দল। উল্লেখ্য, কেজরি জেল থেকে মুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অতিশীকে। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন খোদ উপরাজ্যপালও। কিন্তু এর মধ্যেই এবার নতুন করে চাঞ্চল্য ছড়াল অতিশীর গ্রেফতারির সম্ভাবনা ঘিরে।