সংবাদ হেডলাইন ডেস্ক: যৌনতা নিয়ে বিকৃত মন্তব্য করে বিপাকে জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে যৌনতা নিয়ে অশালীন মন্তব্য করেন ইউটিউবার। তাঁর এই মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে। আলাহাবাদিয়ারের মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন নেতিজেনরা। ইতিমধ্যে ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া সহ কমেডিয়ান সময় রায়নার বিরুদ্ধে মুম্বাই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশে। রাজ্য মহিলা ও শিশু কমিশনও একটি অভিযোগ দায়ের করেছে। যে কোনও সময় তাদের গ্রেফতার করা হতে পারে।
সম্প্রতি কমেডিয়ান সময় রায়নার ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। সেখানেই তিনি অশালীন মন্তব্য করে বসেন। মজার ছলে শোয়ে এক প্রতিযোগীকে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনি কি আপনার বাবা-মাকে আজীবন যৌনমিলনে লিপ্ত থাকতে দেখতে চান, নাকি তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করে দিতে চাইবেন?’ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় রণবীরের ওই মন্তব্য। তোপের মুখে পড়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন ইউটিউবার। তিনি জানিয়েছেন, যা বলেছেন, তা কোনওভাবেই তাঁর বলা উচিত হয়নি।
এদিকে ইউটিউবারের এই মন্তব্য জঘন্য বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। কিন্তু, আমাদের স্বাধীনতার সীমা ততটুকুই, যতক্ষণ না তা অন্য কারও স্বাধীনতাকে খর্ব করছে। সমাজে সুবিধার জন্য আমরা কিছু নিয়ম বানিয়েছি। কেউ সে নিয়ম যদি ভাঙে তার বিরুদ্ধে তো পদক্ষেপ করতেই হবে।’
যৌনতা নিয়ে বিকৃত মন্তব্য, ইউটিউবার আলাহাবাদিয়া বিরুদ্ধে মামলা
সংবাদ হেডলাইন ডেস্ক: যৌনতা নিয়ে বিকৃত মন্তব্য করে বিপাকে জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে যৌনতা নিয়ে অশালীন মন্তব্য করেন ইউটিউবার। তাঁর এই মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে। আলাহাবাদিয়ারের মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন নেতিজেনরা। ইতিমধ্যে ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া সহ কমেডিয়ান সময় রায়নার বিরুদ্ধে মুম্বাই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশে। রাজ্য মহিলা ও শিশু কমিশনও একটি অভিযোগ দায়ের করেছে। যে কোনও সময় তাদের গ্রেফতার করা হতে পারে।
সম্প্রতি কমেডিয়ান সময় রায়নার ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। সেখানেই তিনি অশালীন মন্তব্য করে বসেন। মজার ছলে শোয়ে এক প্রতিযোগীকে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনি কি আপনার বাবা-মাকে আজীবন যৌনমিলনে লিপ্ত থাকতে দেখতে চান, নাকি তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করে দিতে চাইবেন?’ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় রণবীরের ওই মন্তব্য। তোপের মুখে পড়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন ইউটিউবার। তিনি জানিয়েছেন, যা বলেছেন, তা কোনওভাবেই তাঁর বলা উচিত হয়নি।
এদিকে ইউটিউবারের এই মন্তব্য জঘন্য বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। কিন্তু, আমাদের স্বাধীনতার সীমা ততটুকুই, যতক্ষণ না তা অন্য কারও স্বাধীনতাকে খর্ব করছে। সমাজে সুবিধার জন্য আমরা কিছু নিয়ম বানিয়েছি। কেউ সে নিয়ম যদি ভাঙে তার বিরুদ্ধে তো পদক্ষেপ করতেই হবে।’