কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করলে ফল ভুগতে হবে: হুঁশিয়ারি কৃষক নেতার

শেয়ার করুন

সংবাদ হেডলাইন ডেস্ক:

কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের আমরণ অনশনের মাঝেই সোমবার পাঞ্জাবে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিলেন কৃষকরা। সেই বন্ধের জেরে সোমবার কার্যত স্তব্ধ হয় যায় গোটা পাঞ্জাব। দোকানপাঠের পাশাপাশি ২০০টির বেশি গুরুত্বপূর্ণ সড়কপথ অবরুদ্ধ হয়েছে। বাতিল করা হয় ১৬৩টি ট্রেন। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, ‘সামগ্রিকভাবে এই আন্দোলন সমগ্র পাঞ্জাবের তিন কোটি পাঞ্জাবি জনগণের। যারা তাদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ।’

এবার আমাদের আন্দোলন অবশ্যই সফল হবে এবং সরকারকে আমাদের দাবিগুলো বিবেচনা করতেই হবে বলে জানিয়েছেন কৃষক নেতা। পান্ধের বক্তব্য, ‘সরকার যদি এবারও পাঞ্জাবের জনগণের সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে তাদের ফল ভোগ করতে হবে। এই আন্দোলন সারা দেশের কৃষক-শ্রমিকদের আন্দোলন। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই নীতির বিরোধিতা করতে হবে না। সেই কারণেই মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে পাঞ্জাবের মানুষ। পাঞ্জাব সরকারের কাছ থেকে আশা করা যায় যে তারা পাঞ্জাবিদের পাশে দাঁড়াবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *