নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল এক নার্সের মৃতদেহ। মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসাপাতালে কর্মরত ছিলেন ওই নার্স। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমিনা সুলতানা (২৪)। শনিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে নার্সের দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বাঁধছে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার বাসিন্দা আমিনা সুলতানা। ডোমকল হাসপাতালের নার্স ছিলেন তিনি। ডোমকলের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার একটি বাড়ি একাই থাকতেন ওই নার্স। শনিবার বেলা হয়ে গেলেও তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। সন্দেহ হয় স্থানীয়দের। ডাকাডাকি করে সাড়া না মেলায় বাড়ির দরজা ভাঙা হয়। তারপরই নার্সের মৃতদেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পরিবার সূত্রে খবর, মাত্র ১০ মাস আগে বিবাহ হয় ওই নার্সের। কর্মসূত্রে ডোমকলে ভাড়া বাড়িতেই থাকতেন তিনি। ডোমকলের এসডিপিও জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।