বেহাল দশা অসম-সহ চার রাজ্যের কেন্দ্রীয় ও জেলা কারাগারগুলি: রিপোর্ট

শেয়ার করুন

গুয়াহাটি: অসম সহ উত্তর পূর্বের চার রাজ্যে কেন্দ্রীয় ও জেলা কারাগারগুলির অবস্থা মোটেই সন্তোষজনক নয়। অসম স্টেট লিগ্যাল সার্ভিসেস মেম্বার সেক্রেটারি, গুয়াহাটি ও যোরহাট রেঞ্জের কারা বিভাগের ডিআইজিদের নিয়ে গঠিত একটি কমিটি এই রিপোর্ট পেশ করেছে। তারা অসম, নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশের কারাগারগুলো পরিদর্শন করে এই রিপোর্ট প্রস্তুত করেছে। তাতেই উঠে এসেছে এই বিবর্ণ ছবি। এই রিপোর্টের প্রেক্ষিতে গৌহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চার রাজ্যকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে। অসমের ডিটেনশন ক্যাম্পের ভিতরের অবস্থা, বন্দিদের দুর্বিসহ দিনগুজরান নিয়ে এর আগে উষ্ণা প্রকাশ করেছিল গৌহাটি হাইকোর্ট। এবার রাজ্যের কারাগারগুলোর সামগ্রিক পরিবেশ নিয়েও প্রশ্ন উঠল।

Read More: প্রয়াত মনমোহন, দেশের অর্থনীতির মননে তিনি অমর

সাম্প্রতিক কালে অসমের কারাগারগুলোর করুণ চিত্র সংবাদমাধ্যমে উঠে এসেছে। কেন্দ্রীয় কারাগারের বহু গোপন কিসস্যাও ধরা পড়েছে সংবাদে। এসবের তদন্ত করতে কমিটি গঠন করেছিল হাইকোর্ট। কমিটিতে ছিলেন কারা বিভাগের ডিআইজি। কারাগারগুলোর অবস্থা কি! তা উঠে এসেছে ওই রিপোর্টে। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে রাজ্যগুলি কী ব্যবস্থা নিচ্ছে, সে সম্পর্কে হলফনামা জমা দিতে চার রাজ্যের প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *